১। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কোন শিক্ষার্থী ৩(তিন) দিনের বেশী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অনুপস্থিত থাকতে পারবে না। কোন শিক্ষার্থী পর্যায়ক্রমে ১০(দশ) দিন অনুপস্থিত থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে। অতএব সকল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
২। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে প্রবেশের সময় ও অবস্থানকালীন সময়ে আইডি কার্ড পরিধান করতে হবে। আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ।
৩। অভিভাবক ও অতিথিবৃন্দকে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।
৪। ক্যাম্পাসে আগত অভিভাবক ও অতিথিবৃন্দকে সংশ্লিষ্ট শাখা/বিভাগ যথাসম্ভব দ্রুততার সাথে সহযোগীতা করে দায়িত্ব সম্পাদন করবে।
৫। ক্যাম্পাসে কারো গতিবিধি সন্দেহজনক হলে তাৎক্ষণিকভাবে তা ক্যাম্পাস কর্তৃপক্ষকে অবহিত করবে।
৬। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যকে রাষ্ট্র ও সমাজবিরোধী কার্যকলাপ এবং যে কোন জঙ্গী তৎপরতার ভিডিও, ছবি, লেখা ও মন্তব্যে লাইক, শেয়ার থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকতে হবে। কোন শিক্ষার্থীর বিরূদ্ধে এ ধরনের সংশ্লিষ্টতার কোন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
৭। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে লেখাপড়া ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
কর্তৃপক্ষ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি