Environmental Science and Disaster Management

Notice for ESDM students

সুধী,

 

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়া-এর আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।

 

আপনি জেনে আনন্দিত হবেন যে, করোনাকালীন সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মত মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণদের একক ও দলীয়ভাবে ১০টি ক্যাটাগরিতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করবে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর আরেকটি উদ্যোগ ‘ইয়্যুথ পাওয়ারহাউজ’ ওয়েবসাইটের মাধ্যমে ইতোমধ্যে উক্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত। ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ শীর্ষক আয়োজনকে স্বার্থক ও সাফল্যমন্ডিত করার অভিপ্রায়ে উপযুক্ত ক্যাটাগরিসমূহে রেজিস্ট্রেশন করতে বিশেষভাবে অনুরোধ করছি।

 

বিস্তারিত জানতে এবং করোনাকালীন সময়ে যেকোনো স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিবরণ জমা দিতে সংযুক্তির চিঠিতে প্রদত্ত ঠিকানাসমূহে ভিসংযুক্তিঃ ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ক পত্র ডাউনলোড করুন।

 

ধন্যবাদান্তে,

আয়োজক কমিটি

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০