Library form and Instructions to Get Library Clarence and Final Report Submission

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

সফলতার সহিত ফাইনাল ডিফেন্স সম্পন্ন করার জন্য প্রজেক্ট কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। 

 

এখন তোমাদের রেজাল্ট প্রসেস করার জন্য লাইব্রেরী ক্লিয়ারেন্স নিতে হবে। লাইব্রেরী ক্লিয়ারেন্স নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরন করতে হবে।

 

১। ইন্টার্নশিপ (প্রজেক্ট, রিসার্চ এবং ইন্টার্নশিপ সবাই) পোর্টালে তোমাদের প্রোফাইল আপডেট করতে হবে। লিঙ্কঃ http://internship.daffodilvarsity.edu.bd/?app=applicant_login

২। এপ্রোভাল পেজ (ডিজিটাল স্বাক্ষর সহ), ডিক্লারেশন  পেজ এবং লাইব্রেরী ক্লিয়ারেন্স ফর্ম [এটাচমেন্ট হিসেবে দেয়া আছে এই মেইলের সাথে] তোমার সুপারভাইজারের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

৩। মূল রিপোর্টে যেখানে এপ্রোভাল এবং ডিক্লারেশন পেইজ আছে ওখানে সুপারভাইজার থেকে সংগৃহীত এপ্রোভাল এবং ডিক্লারেশন পেইজ প্রতিস্থাপন করতে হবে।

৪। রিপোর্টের শেষে সুপারভাইজার থেকে সংগৃহীত প্লাগারিজম রিপোর্ট (শুধুমাত্র যে পেইজে সিমিলারিটি পারসেন্টেজ লেখা আছে) সংযুক্ত করতে হবে।

৫। এবার রিপোর্টের পিডিএফ ফাইল বানাতে হবে।

৬। লাইব্রেরিতে ইমেইল [projectreport@diu.edu.bd] করতে হবে লাইব্রেরি ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। ইমেইলের সময় অবশ্যই  স্ব স্ব সুপারভাইজারকে ইমেইল সিসি তে রাখতে হবে। সুপারভাইজারকে সিসি না রাখলে এবং ইন্টার্নশিপ পোর্টালে  প্রোফাইল আপডেট না থাকলে লাইব্রেরি ক্লিয়ারেন্স নাও আসতে পারে।

৭। মেইলের সাব্জেক্টে বলতে হবে যে তুমি ক্লিয়ারেন্স চাচ্ছ। রিপোর্ট চেক করার জন্য নয়।

৮। লাইব্রেরি ক্লিয়ারেন্স পেয়ে গেলে, ক্লিয়ারেন্সের পিডিএফ কপি এবং রিপোর্টের পিডিফ কপি (যেটা লাইব্রেরিতে পাঠিয়েছিলে) এই লিঙ্কের  https://forms.gle/pWJ6XhAQwQZR5RHb8 মাধ্যমে আগামি ০৬ জুন ২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।

৯। রিপোর্ট এবং ক্লিয়ারেন্স পাওয়া না গেলে রেজাল্ট প্রসেস করা হবে না।

 

এতদ সংক্রান্ত যেকোন সমস্যায় তোমার সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে।

 

সবাইকে অনেক ধন্যবাদ।